Print

ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টা, পিস্তলসহ আটক ২

বিডিনিউজডেস্ক ডেস্ক | ০৪.০৪.২০১৬

দিনাজপুরে শুভ গোস্বামী (২৬) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা।

আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যবসায়ীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

গত শনিবার রাত ১২টার দিকে দিনাজপুর শহরের সংগীত কলেজের গেটের সামনে এ ঘটনা ঘটে।

শুভ গোস্বামী শহরের গণেশতলা এলাকার বাসিন্দা। 

এ ঘটনায় শহরের উত্তর বালুবাড়ী এলাকার গোপাল দাশের ছেলে বিশ্বজিৎ দাশ বিশু (৪৫) ও ক্ষেত্রীপাড়া এলাকার শংকর ঘোষের ছেলে দুলাল ঘোষকে (৩৬) আটক করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান জানান, শুভ গোস্বামী রাতে চকবাজার এলাকায় কীর্তন শুনে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে শুভর বাড়ির প্রায় ৫০ গজ দূরে সংগীত কলেজের গেটের সামনে কতিপয় অস্ত্রধারী তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই পরিবারের লোকজন শুভকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেন। এর পর সেখানে অবস্থার অবনতি ঘটলে রাতেই তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

পুলিশ রাতেই অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত দুজনকে দেশি পিস্তলসহ আটক করে।