Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Premier Bank Ltd


বিনোদন ডেস্ক | তারিখঃ ২৫.০৮.২০১৫

ভাট পরিবারের ছোট মেয়ে আলিয়া এখন বলিউডের বড় তারকা।ভালো ফিগারের জন্য খাওয়া-দাওয়া বন্ধ করে শুকিয়ে যাওয়ার কোনো মানেই নেই শানদার কন্যার কাছে।

আমার একমাত্র মন্ত্র হলো, পরিমিতভাবে ভালো খাবার খাওয়া। নিজের জন্য ঠিকঠাক পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা খুবই জরুরি, সঙ্গে দরকার বিশ্রাম। তাহলেই আপনি নিজের মাঝে ভালো থাকবেন, বলেন আলিয়া। ফিটনেসের জন্য কাজ, খাওয়া-দাওয়া এবং বিশ্রাম নিয়মমতো করাকে গুরুত্বপূর্ণ মনে করেন তিনি। নিজেকে পরিচয় দেন ফুরফুরে মানুষ হিসেবে।ফিটনেস প্রফেশনাল ইয়াসমিন করাচিওয়ালা ও জিনা ধাল্লার নতুন বই স্কাল্প্ট অ্যান্ড শেপ : দ্য পিলেটস ওয়ে-এর মোড়ক উন্মোচনের সময় এসব কথা বলেন আলিয়া।কিছুদিন পরই শহিদ কাপুরের বিপরীতে শানদার ছবির মাধ্যমে বড়পর্দায় ফিরছেন আলিয়া ভাট। এ ছবিতে বেশ লাস্যময়ী ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছেন বলিউডের এই টিনএজ সেনসেশন। সে সুবাদে মুক্তির আগেই এই রোমান্টিক কমেডি ঘরানার ছবিটি নিয়ে বেশ আলাপ-সালাপ শুরু হয়ে গেছে বলিউডে।২২ অক্টোবর ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।