Print

বিডিনিউজডেস্ক ডেস্ক | তারিখঃ ২৩.০৪.২০১৬

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ভাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আওয়ামী লীগ ও দলটির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এতে তিনজন আহত হয়েছে।এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আকতার হোসেন জানান, বেলা ১টার দিকে ওই ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের মধ্যে প্রচারণা নিয়ে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এরপর ভোটকেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক বন্ধ থাকে। এরপর আবার ভোট শুরু হয়।