Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Premier Bank Ltd

ঈশান্ত ও চান্দিমাল এক ম্যাচের জন্য নিষিদ্ধ
স্পোর্টস ডেস্ক | তারিখঃ ০২.০৯.২০১৫

টেস্ট চলাকালীন সময়ে আইসিসির কোড অব কনডাক্ট অমান্যের কারণে তাদের উপর এই শাস্তি আরোপিত হলো।

শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার সদ্য সমাপ্ত টেস্টে অখেলোয়াড়সুলভ আচরণের দায়ে এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞা আরোপিত হল ভারতীয় পেসার ঈশান্ত শর্মা এবং লঙ্কান ব্যাটসম্যান দিনেশ চান্দিমালের উপর। অপরদিকে একই ধরণের অভিযোগে আরো দুই লঙ্কান ক্রিকেটার ধাম্মিকা প্রসাদ এবং লাহিরু থিরিমান্নের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। ফলে আগামী নভেম্বরে মোহালিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম টেস্টে খেলতে পারবেন না ঈশান্ত। অপরদিকে নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে চান্দিমালকে পাবে না শ্রীলঙ্কা।
আইসিসির বিবৃতিতে জানানো হয়, ভারতের দ্বিতীয় ইনিংস চলাকালীন সময়ে অসৌজন্যমূলক ও ইচ্ছাকৃতভাবে প্রতিপক্ষ খেলোয়াড়কে শারীরিকভাবে স্পর্শ করেন দিনেশ চান্দিমাল। ভারতের ২য় ইনিংসের ৭৬তম ওভারে তিনি ভারতীয় ব্যাটসম্যান ঈশান্ত শর্মাকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেন। সেসময় ঈশান্ত ধাম্মিকা প্রসাদের সঙ্গে কথা কাটাকাটি করেন। এসময় থিরিমান্নেও তাদের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন বলে বিবৃতিতে জানায় আইসিসি। এর ফলে দুই আম্পায়ারের কাছ থেকে সতর্কবাণীর পাশাপাশি জরিমানাও করা হয়।