Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Premier Bank Ltd

বিজ্ঞাপনমুক্ত ভিডিও সেবা আনছে ইউটিউব
তথ্যপ্রযুক্তি ডেস্ক | তারিখঃ ০১.১০.২০১৫

গুগল অধিকৃত ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব অক্টোবর থেকেই বিজ্ঞাপনমুক্ত ভিডিও সেবা চালু করতে যাচ্ছে। ইউটিউব কর্তৃপক্ষ জানায় নতুন এই সেবার মাধ্যমে গ্রাহকদের বিজ্ঞাপনমুক্ত ভিডিও স্ট্রিমিং সুবিধা দেবে।

আগামী ২২ অক্টোবরের মধ্যেই নতুন সেবাটির শর্তাবলির সঙ্গে তাদেরকে একমত পোষণের জন্য অনুরোধ করা হয়েছে। যদি কেউ প্রতিষ্ঠানটির শর্তগুলো মেনে নিতে অসম্মতি জানান তাহলে তাদের আপলোডকৃত ভিডিও সাইট থেকে মুছে ফেলা হবে বলে জানিয়েছে ইউটিউব। সাধারণত ইউটিউবে কোনো ভিডিও দেখতে গেলেই বিজ্ঞাপনের কারণে বিড়ম্বনার শিকার হতে হয়।
বেশির ভাগ ক্ষেত্রে ভিডিও শুরুর আগে এবং অনেক সময় মুভির মাঝ পর্যায়ে আকস্মিকভাবেই শুরু হয় বিজ্ঞাপন, যা গ্রাহকদের জন্য বিরক্তির কারণ। এছাড়া ডিভাইসের কার্যক্ষমতা হয়ে যায় ধীরগতির। পাশাপাশি বিজ্ঞাপনের কারণে ইন্টারনেট খরচও বেড়ে যায়। আর এসব ঝামেলা থেকে মুক্তি দিতেই এবার বিজ্ঞাপনমুক্ত সেবা আনছে ইউটিউব।প্রতিবেদন অনুযায়ী, ভিডিও শেয়ারিং সাইটটির এ সেবার জন্য মাসিক ১০ ডলার মূল্য পরিশোধ করতে হবে ব্যবহারকারীকে।