Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Premier Bank Ltd

৫ মিনিটে ৫টি লাল কার্ড!

বিডিনিউজডেস্ক.কম

তারিখঃ ২১.০৫.২০১৫

৫ মিনিটের মধ্যে ৫টি লাল কার্ড! শুনে অবাক লাগলেও এটাই ঘটেছে। ম্যাচের তখন মাত্র পাঁচ মিনিট বাকি। সেই সময়ে চারজন ফুটবলার ও একজন কোচকে লাল কার্ড দেখিয়ে নজির স্থাপন করলেন রেফারি র‍্যামোন ব্লাঙ্কো।

পেরুতে আলিয়ানজা বনাম গার্সিলাসোর ফুটবল ম্যাচের ঘটনা। ১-০ গোলে ম্যাচ জিতে নেয় গার্সিলাসো। ৫৪ মিনিটে ১ গোলে পিছিয়ে পড়ার পর থেকেই গন্ডগোল শুরু করেন আলিয়ানজার খেলোয়াড়রা। ৮৬ মিনিটে রেফারি প্রথম লাল কার্ড দেখান আলিয়ানজার গাব্রিয়েল কোস্টাকে।

এরপরই মাঠে ঢুকে রেফারিকে চ্যালেঞ্জ জানান কোচ গুলারমো সানগুইনেত্তি। তাকেও লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি। খেলা শুরু হতেই ফের গন্ডগোল। এবার রেফারি পরপর লাল কার্ড দেখান মার্কোস মিয়ার্স, পাবলো মিকুয়েজ ও ক্রিস্টিয়ান কুয়েভাকে। রেফারির নেয়া কঠোর সিদ্ধান্তের প্রশংসা করেছে পেরুর রেফারি সংস্থা।