Print

হবিগঞ্জে নিখোঁজ চার শিশুর তিনজনের সন্ধান

বিডিনিউজডেস্ক ডেস্ক | তারিখঃ ১৩.০৩.২০১৬

হবিগঞ্জের সদর উপজেলার পূর্ব নোয়াগাঁও হাফিজিয়া মাদ্রাসা থেকে নিখোঁজ চার শিশুর মধ্যে তিনজনকে খুঁজে পাওয়া গেছে। তবে এখনো নিখোঁজ আছে এক শিশু।

গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে বানিয়াচং উপজেলার বালিখাল এলাকায় এক শিশুর ফুফুর বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াসুর রহমান বলেন, উদ্ধার হওয়া তিন শিশু হলো নবীগঞ্জ উপজেলার সুজাপুর গ্রামের আবদুল্লাহ মিয়ার ছেলে নয়ন, বাহুবল উপজেলার আবদানারায়ণ গ্রামের আবদুল আহাদের ছেলে ইমতিয়াজ ও চারগাঁও গ্রামের আহমদ রশিদ মনুর ছেলে রাফিদ। তবে হবিগঞ্জ সদর উপজেলার দইরাপুর গ্রামের আবদুল আউয়ালের ছেলে সোহানুর এখনো নিখোঁজ রয়েছে। ওসি আরো জানান, তাদের কেউ অপহরণ করেনি। তারা স্বেচ্ছায় ওই বাসায় গিয়েছিল।