Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Premier Bank Ltd


বিডিনিউজডেস্ক.কম  

তারিখঃ ০৭.০৬.২০১৫

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার বরাদ্দের আবেদন ৩০ জুন থেকে শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির আইপিও চাঁদা গ্রহণ কর্মসূচি অনুসারে, স্থানীয় বিনিয়োগকারীরা ৩০ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত শুধু ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে আইপিওর আবেদন জমা দিতে পারবেন। প্রবাসী বিনিয়োগকারীদের জন্যও একই সময়সীমা প্রযোজ্য থাকবে।এর আগে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৪৩তম সাধারণ সভায় কোনো প্রিমিয়াম ছাড়া সাধারণ বীমা কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়। ১০ টাকা মূল্যের ১ কোটি ৭৭ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে শেয়ারবাজার থেকে মোট ১৭ কোটি ৭০ লাখ টাকা মূলধন উত্তোলন করবে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। উত্তোলিত টাকা এফডিআরে বিনিয়োগ, ট্রেজারি বন্ড ও প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে কোম্পানিটি।