Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Premier Bank Ltd


বিনোদন ডেস্ক | তারিখঃ ০২.০৮.২০১৫

রিতেশ দেশমুখ ও পুলকিত সম্রাট অভিনীত ব্যাঙ্গিস্তানকে নিষিদ্ধ করেছে পাকিস্তান এই নিয়ে আবারও ভারতীয় সিনেমার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তান সরকার।

নির্মাতা আংশুমানের দাবি, সিনেমাটি পাকিস্তানবিরোধী নয়। পাক সেন্সর বোর্ডের এই সিদ্ধান্ত অনাকাঙ্ক্ষিত বলে জানিয়েছেন সিনেমাটির অন্যতম প্রযোজক রিতেশ সিধওয়ানি। তার দাবি, ব্যাঙ্গিস্তান কোনোভাবেই পাকিস্তানবিরোধী নয়। শুধু ট্রেইলার দেখেই তারা সিনেমাটিকে ইসলামবিরোধী এবং পাকিস্তানবিরোধী তকমা লাগিয়ে দিচ্ছেন। এই সিনেমাতে আত্মঘাতী বোমা হামলাকারীর ভূমিকায় অভিনয় করেছেন রিতেশ, সঙ্গে দেখা যাবে অভিনেতা পুলকিত সম্রাটকে। সিধওয়ানি জানান, রিতেশ এবং পুলকিতসহ ব্যাঙ্গিস্তান নির্মাতা কারান আংশুমানকে নিয়ে পাকিস্তান সফরের চেষ্টা করছেন তিনি। তিনি বলেন, আমি পাকিস্তানি মন্ত্রণালয় এবং সেন্সর বোর্ডকে সিনেমাটি দেখাতে চাই। যেন তারা বুঝতে পারে, আমাদের উদ্দেশ্য খারাপ নয়। সিনেমার একটি বিশেষ গানে ওসামা বিন লাদেন এবং সাদ্দাম হুসেইন সেজে নাচতে দেখা গেছে রিতেশ এবং পুলকিতকে। ব্যাঙ্গিস্তানে আরো অভিনয় করেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ।