Wednesday 1st of March 2017

সদ্য প্রাপ্তঃ

***ড্যান্ডি ডায়িং মামলায় খালেদার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ২৭ এপ্রিল*৩৩ ঘন্টার জনদুর্ভোগ শেষে পরিবহন ধর্মঘট প্রত্যাহার***

Bangladesh Manobadhikar Foundation

Khan Air Travels

সেই গাড়ির মালিকের অপেক্ষায় সিলেটের শুল্ক গোয়েন্দারা

বিডিনিউজডেস্ক ডেস্ক | তারিখঃ ২৭.০৪.২০১৬

সিলেটে চিঠি লিখে প্রায় দেড় কোটি টাকার একটি লেক্সাস গাড়ি শুল্ক গোয়েন্দা বিভাগের কার্যালয়ের সামনে রেখে যাওয়ার ঘটনায় ওই গাড়ির মালিকের অপেক্ষায় আছেন শুল্ক গোয়েন্দারা।

মঙ্গলবার গাড়িটি ফেলে যাওয়ার সময় চিঠিতে গাড়ির মালিক আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে গাড়িটি নিয়ে যাওয়ার কথা উল্লেখ করেছিলেন।বৃহস্পতিবার সিলেট আঞ্চলিক শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক প্রভাত কুমার সিংহ বলেন, 'চিঠিসহ গাড়ি রেখে যাওয়ার বিষয়টিকে আমরা ইতিবাচকভাবে নিয়েছি। আমরা এখন মালিক আসার অপেক্ষায় আছি।'প্রসঙ্গত, মঙ্গলবার রাত ২টার দিকে চিঠিসহ দেড় কোটি টাকা মূল্যের লেক্সাস গাড়িটি রেখে উধাও হন মালিক।শুল্ক গোয়েন্দা বিভাগের সিলেট আঞ্চলিক পরিচালক ড. মঈনুল খানকে লেখা চিঠিতে গাড়ির বিস্তারিত বিবরণও তুলে ধরেন মালিক।বিবরণ অনুযায়ী ২০০৭ সালে তৈরি বিলাসবহুল লেক্সাস গাড়িটির চেসিস নম্বর জেটিজেএইচকে ৩১ইউ৬০২০১৫৭৮২, ইঞ্জিন নম্বর ২জিপিএ০৫৬৯৬৪। পাঁচ সিটের সিলভার রঙের এই গাড়িটির আনুমানিক মূল্য দেড় কোটি টাকা বলে জানান ড. মঈনুল খান।ড. মঈনুল খান বলেন, '২০১১ সালে যুক্তরাজ্য থেকে কেনা গাড়িটি পরে শুল্ক ফাঁকি দিয়ে দেশে এনে রেজিস্ট্রেশন ছাড়াই চালানো হচ্ছিল। এখন যেহেতু মালিক আইনি প্রক্রিয়ায় গাড়িটির মালিকানা নিশ্চিত করতে চাইছেন, তাকে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।'একই প্রক্রিয়ায় অন্যরাও গাড়িগুলো হস্তান্তর করতে পারেন বলে মন্তব্য করেন তিনি।