Monday 16th of January 2017

সদ্য প্রাপ্তঃ

***এমপি রানার জামিন আবেদনের আদেশ বুধবার***

Bangladesh Manobadhikar Foundation

Khan Air Travels

জুড়ী উপজেলার টিলায় ফাটল : ২শ’ পরিবার ঝুঁকিতে

বিডিনিউজডেস্ক ডেস্ক | তারিখঃ ২৮.০৪.২০১৬

গত কয়েক দিনের বৃষ্টিতে মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় ‘ভজিটিলা’ নামে একটি টিলায় বড় ধরণের ফাটলের দেখা দিয়েছে। ওই টিলার নিচে ঝুঁকি নিয়ে বসবাস করছে অন্তত ২শ’ পরিবার।এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভজিটিলায় তিনটি গ্রাম আছে। সেগুলো হলো, গুচ্ছগ্রাম, মনতৈল ও কালীনগর। সাত-আট দিন ধরে টানা বৃষ্টির কারণে গুচ্ছগ্রামে টিলার মাঝামাঝি অংশে ফাটল দেখা দিয়েছে। গুচ্ছগ্রামের ফাটল ধরা অংশের আশপাশে আরও কিছু ফাটল রয়েছে।গ্রামের বাসিন্দা মোবারক আলী বলেন, প্রতি বছর বর্ষা মৌসুমে বৃষ্টিতে টিলাটি একটু একটু করে ধসে পড়ছে।এলাকাবাসীর অভিযোগ, এলাকার কিছু গরীব লোক প্রতিদিন টিলার বিভিন্ন স্থানের মাটি খুঁড়ে ছোট ছোট পাথর বের তা বিক্রি করে। বৃষ্টিতে ওই খোঁড়া অংশগুলোর মাটি ধসে পড়ে। এছাড়াও এলাকার কিছু লোক টিলা কেটে মাটি বিক্রি করছে। প্রায় রাতেই ট্রাকে করে মাটি বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়।এসব কারণে কালীনগর গ্রামের টিলার ওপর ও নিচে ২০-২৫টি বাড়ি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এছাড়াও মাটিবহনকারী ট্রাকের চাপে গ্রামের পাকা সড়ক ও কালভার্ট ভেঙে পড়েছে।জায়ফরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মজহর আলী বলেন, ভজিটিলার গুচ্ছগ্রাম, মনতৈল ও কালীনগর এলাকায় অন্তত ২০০ পরিবার ঝুঁকি নিয়ে বাস করছে।জায়ফরনগর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ রকিব আহমদ বলেন, মাটি কেটে বিক্রি করাসহ ও মাটি খুঁড়ে পাথর বের করে বিক্রি করায় ভজিটিলার এই অবস্থা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার প্রতিবেদন পাঠানো হয়েছে।জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্যাহ খান মোবাইল ফোনে বাংলা ট্রিবিউনকে জানান, ভজিটিলা ফাটলের বিষয়টি তার জানা নেই। তিনি খোঁজ নিয়ে দেখবেন।