Tuesday 25th of October 2016

সদ্য প্রাপ্তঃ

***বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি একই এলাকায় অবস্থান করছে***

Bangladesh Manobadhikar Foundation

Khan Air Travels

UCB Debit Credit Card

সিলেটে আবদুস সামাদ আজাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

বিডিনিউজডেস্ক ডেস্ক | তারিখঃ ২৮.০৪.২০১৬

ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে আবদুস সামাদ আজাদ স্মৃতি সংসদ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।

মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানে সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শফিকুল হক, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা আবদুল খালিক, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি আহমেদ নূরসহ অনেকে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, প্রগতিশীল রাজনীতির ধারক-বাহক ও প্রচারক প্রয়াত আবদুস সামাদ আজাদ ছিলেন একজন ধ্রুপদী রাজনীতিবিদ। দেশের দীর্ঘতম রাজনৈতিক জীবনের অধিকারী এ নেতার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি রচনায় যেমন তাঁর অবদান সীমাহীন, তেমনি ৬৫ বছরের রাজনৈতিক জীবনে তাঁর আনুগত্য ছিল আদর্শের প্রতি। ভাষাসৈনিক ও আধুনিক প্রগতিশীল মানুষটির দেশের প্রতি অপরিসীম অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে।