Friday 28th of April 2017

সদ্য প্রাপ্তঃ

*** প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সৌজন্য সাক্ষাৎ * ঢাকার কামরাঙ্গীর চর থেকে অপহৃত শিশু সুমাইয়াকে ২৪ দিন পর উদ্ধার করেছে পুলিশ * চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানায় বড় ধরনের বিস্ফোরণের শব্দ, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল * পাবনা শহরে এক বেকারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা * টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত

Bangladesh Manobadhikar Foundation

Khan Air Travels

অজগর গিলে খেল হরিণকে

বিডিনিউজডেস্ক ডেস্ক | তারিখঃ ২৯.০৪.২০১৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বন রেঞ্জের চাউতলী এলাকায় বিশাল আকৃতির একটি হরিণকে গিলে খেয়েছে একটি অজগর সাপ।

গতকাল বৃহস্পতিবার দুপুরে লাউয়াছড়া সংরক্ষিত বনের ভেতর চাউতলী বন বিটের ২ নম্বর সেক্টরে এই ঘটনা ঘটে।

অজগর সাপ হরিণ ধরে খাচ্ছে এমন সংবাদ জেনে ছুটে যান কমলগঞ্জের কালাছড়া বন বিট কর্মকর্তা আনোয়ার হোসেনসহ উৎসুক জনতা। সহকারী বন সংরক্ষক (ওয়াইল্ড লাইফ) মো. তবিবুর রহমান খবর পেয়ে ঘটনাস্থলে যান এবং সাপটির খাওয়া সম্পন্ন না করা পর্যন্ত তিনি সেখানে উপস্থিত থাকেন।

তবিবুর রহমান জানান, প্রায় তিন ঘণ্টায় ১৫ থেকে ২০ ফুট দৈর্ঘ্যের বিশাল আকৃতির একটি অজগর ১৬ থেকে ১৮ কেজি ওজনের একটি হরিণকে আস্তে আস্তে চিবিয়ে গিলে খায়। এ সময় রাগান্বিত ও ক্ষুধার্ত অবস্থায় ছিল অজগরটি।বন বিভাগের কর্মজীবনে এই প্রথম এ রকম দৃশ্য দেখেছেন তবিবুর রহমান। এটিকে তিনি বনের খাদ্য শৃঙ্খলার ইতিবাচক দিক হিসেবে দেখছেন।