Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Premier Bank Ltd

জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের আর্থিক সহায়তা দিয়েছে ‘তরী’

বিডিনিউজডেস্ক.কম | তারিখঃ ১৫.০৯.২০১৫ 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ক্যাম্পাস সংলগ্ন সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে শিক্ষাদানের সংগঠন ‘তরী’।

এসব সুবিধাবঞ্চিত ৭৮ জন শিশুকে ৩ লাখ ৩৬ হাজার টাকা প্রদান করেছে সংগঠনটি। গত রোববার বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে  শিশুদের দাতব্য সংস্থা ইউনিসেফ এবং  মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যেগে ও ‘তরী’র সহযোগিতায় এ সহয়তা প্রদান করা হয়। মূলত শিক্ষা উপকরণ ক্রয়ের জন্য তাদেরকে এ অনুদান প্রদান করেছে সংগঠনটি। প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে এ অনুদান দেয়া হয়। 
‘তরী’র সভাপতি সাইফুল ইসলাম সোহান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাকিব প্রমুখের উপস্থিতে শিশুদের মাঝে অনুদানের অর্থ তুলে দেন জাবি সাংবাদিক সমিতির সভাপতি বেলাল হোসাইন রাহাত।  
উল্লেখ্য ২০০৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় সংলগ্ন সুবিধা বঞ্চিতদের নিয়ে তৈরি করেন ‘তরী’। সেখানে শিক্ষার্থীদেরকে বিনা মুল্যে সপ্তাহে তিনদিন শিক্ষা দেওয়া হয়। বর্তমানে ‘তরী’র অধীনে প্রায় শতাধিক শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করেন।