Print

মৌলভীবাজারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৭

বিডিনিউজডেস্ক ডেস্ক | তারিখঃ ১০.০৫.২০১৬

মৌলভীবাজারের রাজনগরে বিএনপির দুইপক্ষে সংঘর্ষে সাতজন গুলিবিদ্ধ হয়েছেন।

আশঙ্কাজনক অবস্থায় তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কে ময়নার দোকান নামক স্থানে এ ঘটনা ঘটে। রাজনগর থানার পুলিশ ও কুলাউড়া সার্কেলের এএসপি জুনায়েদ আলম বিষয়টি নিশ্চিত করেন।
গুলিবিদ্ধরা হলেন সোহেল (৪৫), জুবেল (৩২), বেলাল (২০), জিয়াউর (৩২), আতিকুর রহমান (৩০), নাজেল (৩২) ও রেজাউল ইসলাম (২৮)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ হাকিম বক্স সুন্দরের সঙ্গে উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রাজনগর সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য এনামুল হক চৌধুরীর নির্বাচনি বিষয় নিয়ে মতবিরোধ চলছিল। এমএ হাকিম বক্স সুন্দর মঙ্গলবার সকালে এনামুল হক চৌধুরীকে গালাগাল করেছেন বলে খবর পেয়ে এনামুল হক চৌধুরীর লোকজন মিছিল বের করেন। মিছিলটি রাজনগরের দিকে এগুতে থাকলে এমএ হাকিম বক্স ও তার লোকজন এগিয়ে আসেন।এ সময় হাকিম বক্সের পক্ষ থেকে মিছিলে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। এতে সাতজন গুলিবিদ্ধ হন।এ বিষয়ে বিএনপির সাধারণ সম্পাদক এমএ হাকিম বক্স সুন্দর জানান, এনামুল হক চৌধুরীর লোকজন তার বাড়িতে আক্রমণ করতে এলে তিনি আত্মরক্ষার্থে গুলি ছুড়েছেন। এনামুল হককে গালি দেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ও কুলাউড়া সার্কেলের এএসপি জুনায়েদ আলম সরকার ঘটনাস্থলে আসেন। তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।