Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Bangadesh Manobadhikar Foundation

বিনোদন ডেস্ক | তারিখঃ ৩১.০৩.২০২১

প্রথমবারের মতো জুটি বাঁধছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং ‘প্রিন্স অব টলিউড’ খ্যাত অভিনেতা মহেশ বাবু।

প্রাচীন সাহিত্যগ্রন্থ ‘রামায়ণ’ নিয়ে সিনেমা তৈরি করছেন প্রযোজক মধু মানতেনা। এই সিনেমায় সীতা চরিত্রে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন আর রাম চরিত্রে অভিনয় করবেন মহেশ বাবু। এর আগে ‘বাহুবলি’ সিনেমাখ্যাত প্রভাসকেও নাকি চরিত্রটির জন্য প্রস্তাব দিয়েছিলেন প্রযোজক মধু মানতেনা। কিন্তু ইতোমধ্যে ‘আদিপুরুষ’ সিনেমায় রামের চরিত্রে অভিনয় করছেন এই অভিনেতা। এজন্য প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।

'রামায়ণ’ সিনেমাটি পরিচালনা করবেন ‘দঙ্গল’ সিনেমার পরিচালক নিতেশ তিওয়ারি ও ‘মম’ সিনেমাখ্যাত পরিচালক রবি উদয়ওয়ার। প্রযোজনা করছেন মধু মানতেনা, আল্লু অরবিন্দ, নমিত মালহোত্রা। সিনেমাটি তিন ভাগে মুক্তি পাবে। এতে হিন্দি, তামিল, তেলেগু, মারাঠি, গুজরাটি ও পাঞ্জাবি ইন্ডাস্ট্রির অভিনেতারা অভিনয় করবেন। নির্মাতারা এটিকে ভারতের পাশাপাশি বিশ্বের সকল দর্শকের জন্য তৈরি করতে চাইছেন বলে জানা গেছে।