বিনোদন ডেস্ক | তারিখঃ ০৩.০৪.২০২১
ফুসফুসে সমস্যাজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক হাবিব ওয়াহিদ।
বর্তমানে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি। বৃহস্পতিবার (১ এপ্রিল) হাসপাতালে ভর্তি হয়েছিলেন এ কণ্ঠশিল্পী।
শনিবার (৩ এপ্রিল) হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ চক্রবর্তী বলেন, ফুসফুসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন হাবিব। সিটি স্ক্যানে ৩০ শতাংশ ইনভলপমেন্ট ছিল। উনার করোনা নেগেটিভ। এন্টিবায়োটিকসহ অন্য ট্রিটমেন্ট আমরা দিয়েছি। একদিন রেড জোনে ছিলেন, গত তিনদিন ধরে কেবিনে আছেন। আপাতত অক্সিজেন লাগছে না। অবস্থা স্থিতিশীল কিন্তু শারীরিক দুর্বলতা আছে।