Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Bangadesh Manobadhikar Foundation


বিডিনিউজডেস্ক.কম | তারিখঃ ১১.১০.২০১৫

নারীর নাড়িতে জন্ম আবার নারীর নাড়িতে বপন
এক পুরুষে কত রকম চাষী হইয়া করে চাষ!
নারী তো সে’ই ফসল ভূমি
ফসলবীনে খাদ্য মেলে না
বাঁচা মরা নারীর হাতে, নারীই আবার কন্যা।

 

একলা যেদিন ই-হ দেখা
সেদিন কেন পুরুষ আমার হইলো না কামনা?
এত তরু এত বৃক্ষ, এত এত জল-জলজ
নারীই দিল দুচোখ ভরে অমৃত বাসনা,
নারীর সঙ্গে ছিল তবে আগের মিতালী?

সঙ্গী ছাড়া বাক্য মেলে, নারী বিদ্যেশ বহু
তারপরও নারী সঙ্গ অন্ত:তৃপ্তে ভাসে।
সৎ সঙ্গে নৌকো ভাসায় যদি পড়ে দেখা
উপরতলে হরেক জামা হরেক পথমত
ভিতরে তো সব পুরুষেই নারীর প্রসাদ খায়।

সাধক ভজক যিনি- সাধন ভজন রত
সে পুরুষও সিদ্ধ হইল
নারীর সেবা লয়ে!
নারীকে যে নারী বলে তার চেয়ে আর বুদ্দ কে
মনের মানুষ লুকায় আছে এই সে নারীতে. .