Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Bangadesh Manobadhikar Foundation

ফখরুলের জামিন আবেদন শুনানি দুপুরে

বিডিনিউজডেস্ক.কম

তারিখঃ ১৬.০৪.২০১৫

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে পল্টন ও মতিঝিল থানায় গাড়ি পোড়ানোর অভিযোগে দায়ের করা ৪ মামলায় জামিন আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মামলাটির শুনানি হবে বলে জানা গেছে। মির্জা ফখরুলের আবেদন গুলোর নম্বর হলো- ২৮৭, ২৮৮, ২৮৯ ও ২৯০। বিএনপিপন্থি আইনজীবী ব্যারিস্টার এহসানুর রহমান শুনানীর বিষয়টি নিশ্চিত করেছেন।

সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী ও সুপ্রিমকোর্ট বারের সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সাবেক সভাপতি এজ মোহাম্মাদ আলী, সাবেক সভাপতি জয়নুল আবেদীন ও বারের বর্তমান সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ বিএনপিপন্থি সিনিয়র আইনজীবীরা শুনানিতে অংশ নেবেন বলে জানা গেছে।

বর্তমানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে আছেন। তবে বৃহস্পতিবার তিনি হাইকোর্ট থেকে জামিন নিলে কারাগার থেকে বের হতে পারবেন কি না তা এখনো নিশ্চিত বলা যাচ্ছে না।