Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Bangadesh Manobadhikar Foundation

মির্জা আব্বাসের জামিনের শুনানি ২৭ এপ্রিল

বিডিনিউজডেস্ক.কম

তারিখঃ ২১.০৪.২০১৫

বিএনপি নেতা ও দক্ষিণ সিটির মেয়র প্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলায় আগাম জামিনের শুনানির তারিখ ২৭ এপ্রিল ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে শুনানি পেঁছাতে সময়ের আবেদন করেন মির্জা আব্বাসের আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন। এসময় দুদকের আইনজীবী খুরশিদ আলম খান উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৬ এপ্রিল দুদকের মামলায় মির্জা আব্বাসের জামিন আবেদন শুনানির জন্য হাইকোর্টে দুদকের এখতিয়ার সম্পন্ন এই বেঞ্চে পাঠিয়ে দেন প্রধান বিচারপতি।

প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ২০১৪ সালের ৬ মার্চ দুদকের পক্ষ থেকে শাহবাগ থানায় দুর্নীতির মামলাটি দায়ের করা হয়।

অপরদিকে দুটি নাশকতার মামলায় মির্জা আব্বাসের জামিন আবেদনে গত ১৫ এপ্রিল বিভক্ত আদেশ দেন হাইকোর্টের একটি বেঞ্চ।