Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Bangadesh Manobadhikar Foundation

খালেদার সর্বাঙ্গে মানুষ পোড়ানোর দুর্গন্ধ

বিডিনিউজডেস্ক.কম

তারিখঃ ২১.০৪.২০১৫

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, খালেদার সর্বাঙ্গে মানুষ পোড়ানোর দুর্গন্ধ, তিনি এখন ভোট চাইতে নেমেছেন। অথচ নিরাপত্তার অজুহাতে আদালতে হাজিরা দিতে যাননি।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের হলরুমে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সহ-সভাপতি চিত্রনায়ক ফারুকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এমএ করিম প্রমুখ।

কামরুল ইসলাম বলেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ভোটের মাধ্যমেই জনগণ জ্বালাও-পোড়াওয়ের প্রতিশোধ নিবে।

খাদ্যমন্ত্রী বলেন, মানুষ যখন আনন্দঘন পরিবেশে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর তখনই খালেদা তার সেই চেহারা নিয়ে আসলেন। কারণ তারা সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচনের বিরুদ্ধে। জনগণ তাদের সঙ্গে নেই উপলব্ধি করে তারা যেকোনো মূল্যে নির্বাচন নষ্ট ও ভণ্ডুল করতে চায়।

খাদ্যমন্ত্রী আরো বলেন, সিটি করপোরেশন নির্বাচনে জনগণ বিএনপির সাথে না থাকায় তারা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করছে।