Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Bangadesh Manobadhikar Foundation

বিকালে ডিএমপির সঙ্গে বৈঠক করবে বিএনপি

বিডিনিউজিডেস্ক.কম

তারিখঃ ২৭.০৪.২০১৫

আজ সোমবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়ার সঙ্গে বিকেলে বৈঠক করবেন বিএনপির একটি প্রতিনিধি দল।

সোমবার বিকেল ৪টায় ডিএমপি কমিশনারের কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। বিএনপির দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে। চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান জানান, প্রতিনিধি দলে বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট মাসুদ আহমেদ তালুকদারসহ বিএনপির আরও কয়েকজন নেতা আলোচনায় উপস্থিত থাকবেন।

নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়ার সঙ্গে বিএনপি নেতৃবৃন্দ আলোচনা করবেন বলে জানান এডভোকেট সানাউল্লাহ।