Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Bangadesh Manobadhikar Foundation

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আনিসুল

বিডিনিউজডেস্ক.কম

তারিখঃ ২৮.০৪.২০১৫

ঢাকা সিটি নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ঢাকা উত্তরে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক।

আজ মঙ্গলবার বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন আশা প্রকাশ করেন তিনি।

জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী- সাংবাদিকের এমন প্রশ্নে আনিসুল বলেন, আমি শতভাগ আশাবাদী।

আনিসুল হক বলেন, এত দিন ঘুরে, জনগণের সঙ্গে কথা বলে, তাদের চোখের ভাষা থেকে তার এমন ধারণা হয়েছে।

আনিসুল হক বলেন, অনেক লোক ভোট দিতে এসেছেন। দেখেই ভালো লাগছে। এটা একটা উৎসবমুখর পরিবেশ। ঢাকাবাসীর প্রতি আমার আহ্বান এ নির্বাচনের মাধ্যমে তারা যেন তাদের জন্য বেস্ট মেয়র বেছে নিতে পারেন।

তিনি বলেন, আমি ঢাকা শহরের প্রতিটি গলিতে গলিতে ঘুরেছি। তাদের চোখের দিকে তাকিয়েছি। যত বেশি সংখ্যক মানুষের সম্ভব হাত ধরার চেষ্টা করেছি।

আজ মঙ্গলবার ঢাকার উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৮টায় শুরু হওয়া এই ভোট একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৩ সিটি করপোরেশন নির্বাচনে আজ ৬০ লাখ ৩৩ হাজার ১২৫ জন ভোটার ভোট দিতে পারবেন। ঢাকা উত্তরে ভোটার প্রায় সাড়ে ২৩ লাখ, দক্ষিণে ১৮ লাখ ৭০ হাজার এবং চট্টগ্রামে ১৮ লাখ ১৩ হাজার।

আজকের নির্বাচনে মেয়র প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন- ঢাকা উত্তরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক ও বিএনপি সমর্থিত তাবিথ আউয়াল, ঢাকা দক্ষিণে বিএনপি সমর্থিত মির্জা আব্বাস ও আওয়ামী লীগ সমর্থিত সাঈদ খোকন এবং চট্টগ্রামে বিএনপি সমর্থিত মোহাম্মদ মনজুর আলম ও আওয়ামী লীগ সমর্থিত আ.জ.ম. নাছির উদ্দিন।