Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Bangadesh Manobadhikar Foundation

জামায়াত নেতা মুজাহিদের আপিল শুনানি শুরু

বিডিনিউজডেস্ক.কম

তারিখঃ ২৯.০৪.২০১৫

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিল মামলার শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে।

বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চে এ শুনানি চলছে। বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। মুজাহিদের পক্ষে রয়েছে আইনজীবী এস এম শাহজাহান। রাষ্ট্রপক্ষে আছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। পরে একই বছরের ১১ আগস্ট খালাস চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করেন মুজাহিদ। তবে সর্বোচ্চ সাজা হওয়ায় আপিল করেননি রাষ্ট্রপক্ষ।

এর আগে গত ১৫ এপ্রিল মামলাটির শুনানির দিন ধার্য ছিল। আসামিপক্ষের পৃথক সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ওইদিন শুনানি দুই সপ্তাহ পিছিয়ে দেন আপিল বিভাগ। আইনজীবীর ‘অসুস্থতা’দেখিয়ে মুজাহিদের পক্ষে ছয় সপ্তাহ সময়ের আবেদন জানানো হয়।

এর আগে গত ১৪ জানুয়ারি মুজাহিদের আপিল মামলার শুনানির দিন ধার্য থাকলেও আসামিপক্ষের সময়ের আবেদনে পিছিয়ে যায়। গত ৩১ মার্চ কার্যতালিকায়ও ছিল মুজাহিদের আপিল মামলা। তবে ওই দিন আপিল বিভাগের কার্যক্রমের সময় শেষ হয়ে যাওয়ায় শুনানি হয়নি।

এদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের সাকা চৌধুরীর আপিল মামলাও শুনানির জন্যে একই বেঞ্চের বুধবারের কার্যতালিকায় ৫ নম্বরে রয়েছে। মুজাহিদের আপিল শুনানির পরে এ মামলার শুনানির বিষয়ে আদেশ দেওয়ার কথা রয়েছে।