Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Bangadesh Manobadhikar Foundation

আওয়ামী লীগ জিতেছে বলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হচ্ছে

বিডিনিউজডেস্ক.কম

তারিখঃ ০৭.০৫.২০১৫

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগে ৭টি সিটি কর্পোরেশন নির্বাচনের মধ্যে ৫টিতে বিএনপি ও ২টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছিল। তখন তো নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়নি। এখন আওয়ামী লীগ জিতেছে বলে প্রশ্নবিদ্ধ হচ্ছে, এটা সঠিক নয়।

বৃহস্পতিবার নীলফামারীর সৈয়দপুর-রংপুর সড়কের শুটকি মোড় সংলগ্ন এলাকায় ব্লাকস্পট উন্নয়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব মন্তব্য করেন।

সেতুমন্ত্রী বলেন, নির্বাচন বর্জন করেও তারা যে পরিমাণ ভোট পেয়েছে সারাদিন থাকলে অন্তত একটিতে জিততে পারতো।

তিনি বলেন, বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে আগে থেকে নির্বাচন বর্জনের প্রস্তুতি নিয়ে রেখেছিল, যার প্রমাণ ইতিমধ্যে দেশবাসী জানতে পেরেছে।

ওবায়দুল কাদের আরো বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিদেশিদের মাতামাতিও ঠিক নয়। আগে সাতটি সিটি কর্পোরেশন নির্বাচনের মধ্যে পাঁচটিতে বিএনপি এবং দুই টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছিলেন। তখনতো নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়নি, এখন আওয়ামী লীগ জিতেছে বলে প্রশ্নবিদ্ধ হচ্ছে, এটা সঠিক নয়।

উদ্বোধনী অনুষ্ঠানে নীলফামারী-০৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ শওকত চৌধুরী, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভির সিদ্দিকী উপস্থিত ছিলেন।