বিডিনিউজডেস্ক.কম
তারিখঃ ২৭.০৫.২০১৫
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ২৯ মে প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনার মধ্য দিয়ে আমরা জাতিকে শিক্ষা দিতে চাই। আওয়ামী লীগ যা বলে তাই করে। আওয়ামী লীগের দ্বারা সব কিছু সম্ভব। আমরা কোনো কিছুতে ভয় পাই না।
বিডিনিউজডেস্ক.কম
তারিখঃ ২৭.০৫.২০১৫
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, বিএনপি ভারতবিরোধী রাজনীতি কখনোই করে না। জনগণের স্বার্থ থাকলে বিএনপি তা নিয়ে কথা বলে।
বিডিনিউজডেস্ক.কম
তারিখঃ ২৭.০৫.২০১৫
তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, দেশকে কল্যাণ, শান্তি আর প্রগতির পথে এগিয়ে নিতে ব্যক্তিগত রাজনৈতিক বিশ্বাসের ঊর্ধ্বে উঠে বস্তুনিষ্ঠভাবে কলম ধরতে হবে সাংবাদিকদের।
বিডিনিউজডেস্ক.কম
তারিখঃ ২৬.০৫.২০১৫
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, যুদ্ধাপরাধীদের নিষিদ্ধ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আদালতের রায়ের ওপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। শেখ হাসিনা কোনো কিছুর সঙ্গে আপোস করেননি। এ বিষয়েও কোনো আপোস করবেন না।
বিডিনিউজডেস্ক.কম
তারিখঃ ২৬.০৫.২০১৫
স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, শান্তির পথে যদি আসতে চান তাহলে একমাত্র শেখ হাসিনার মাধ্যমেই আসতে হবে। জনগণের শান্তির জন্য শেখ হাসিনা ছাড়া কোন বিকল্প নাই।
বিডিনিউজডেস্ক.কম
তারিখঃ ২৫.০৫.২০১৫
বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হারুন-অর-রশিদের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। একইসঙ্গে বিএনপি প্রধানের অনুপস্থিতিতে নেওয়া সাক্ষ্য বাতিলের আবেদন না মঞ্জুর করে ১৮ জুন সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
বিডিনিউজডেস্ক.কম
তারিখঃ ২৫.০৫.২০১৫
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আজ সোমবার বিশেষ আদালতে যাচ্ছেন। গতকাল রোববার খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিডিনিউজিডেস্ক.কম
তারিখঃ ২৪.০৫.২০১৫
বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অবিসাংবাদিত প্রাণপুরুষ। তিনিই উপমহাদেশের স্বাধীনতার প্রথম বলিষ্ঠ কন্ঠস্বর। তাঁর কবিতা ও গান আমাদের মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রেরণা যুগিয়েছিল।