Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Bangadesh Manobadhikar Foundation

দর পতনের পর উত্থানে ফিরেছে পুঁজিবাজার

বিডিনিউজডেস্ক.কম

তারিখঃ ২২.০৪.২০১৫

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার টানা উত্থানে ফিরেছে পুঁজিবাজার। ২ দিন বড় দরপতনের পর আজ উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের প্রথম ঘণ্টায় ১৫৩ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, বুধবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৮টি কোম্পানির। আর দর কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।

ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩০৭ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৪৫ পয়েন্টে।

আজ লেনদেনের প্রথম ঘণ্টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই সময়ে সিএসই সার্বিক সূচক ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ২৬০ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।