Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Bangadesh Manobadhikar Foundation

বিডিনিউজডেস্ক.কম   
তারিখঃ২৩.০৪.২০১৪    

বুধবার (২২ এপ্রিল) প্রথম প্রহরে কাল বৈশাখী ঝড়ে বিরামপুর উপজেলায় বিদ্যুৎ, ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। রাত সাড়ে ১২টায় উপজেলার উপর দিয়ে কাল বৈশাখী ঝড় ও ভারি বর্ষন হয়েছে।

প্রচন্ড ঝড়ে উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌর এলাকার বহু ঘরবাড়ির চালা উড়ে গেছে এবং গাছপালা ভেঙ্গে পড়েছে। অনেক স্থানে ঘরের চালা উড়ে গাছের উপর উঠে গেছে। উপজেলা নির্বাহী অফিসার এস,এম মনিরুজ্জামান আল মাসউদ জানান, ক্ষয়-ক্ষতি নিরূপনের কাজ চলছে।

দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ আব্দুর রাজ্জাক জানান, পবিস এলাকায় ৪৬টি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়েছে। বহু জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে গেছে এবং অনেক মিটার ভেঙ্গে গেছে। ফলে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ায় রাত ১২টা থেকে দুপুর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এদিকে ঝড়ের সময় গাছ চাপা পড়ে চড়াইভিটা গ্রামের আলমগীর (২৯) ও কাটলা গ্রামের মতিয়ার রহমান গুরুত্বর আহত হয়েছে। তাদেরকে আশংকা জনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা শাহ আলম জানান, ঝড়ে বোরো ক্ষেতের অনেক ধানগাছ হেলে পড়েছে। তবে ২/৪ দিনের মধ্যে সেগুলো স্বাভাবিক হতে পারে।