Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Bangadesh Manobadhikar Foundation

বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজার মৃত্যু

বিডিনিউজডেস্ক.কম| তারিখঃ ২১.০৫.২০১৮ 

গাইবান্ধা সদর উপজেলায় বৈদ্যুতিক পাখা লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বেলাল মিয়া (১৪) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্র ও আইজল মিয়া (৪২) নামে এক কাঠমিস্ত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় গ্রামে এ ঘটনা ঘটে। বেলাল ওই গ্রামের শফিউল ইসলামের ছেলে ও মিয়া ধানঘড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। আর আইজল মৃত আজিম উদ্দিনের ছেলে। ইউপি সদস্য ফিরোজ কবির লাজু জাগো নিউজকে বলেন, আইজল মিয়ার বাড়িতে নতুন বিদ্যুতের সংযোগ নেয়া হয়েছে। আইজল মিয়া বেলাল মিয়াকে ডেকে ঘরে বৈদ্যুতিক পাখা লাগাচ্ছিল। এসময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে বেলাল ও আইজল মিয়া দুজনেই মারা যান। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।