Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Bangadesh Manobadhikar Foundation

বিরামপুরে বৈদ্যুতিক আগুনে মার্কেট ভষ্মিভুত

বিডিনিউজডেস্ক.কম   
তারিখঃ ০৮.০৬.২০১৫   

বিরামপুর শহরের বাচ্চু মার্কেটে সোমবার (৮ জুন) ভোরে বৈদ্যুতিক আগুনে ৯টি দোকান পুড়ে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

জানা গেছে, প্রধান সড়কের পাশে বাচ্চু মার্কেটে সোমবার ভোর ৩টার দিকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। ঐ মার্কেটে কসমেটিকস, কাপড়, টেইলারিং, ঔষধ ও মুদি দোকানসহ আগুন বিস্তৃতকারী বেশ কিছু দোকান রয়েছে। ফলে মুহুর্তেই সে আগুন মার্কেটের ৯টি দোকানে ছড়িয়ে পড়ে। বিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, বিরামপুর ও হিলির দমকল বাহিনী দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। এ সময়ের মধ্যে ৯টি দোকানের ঘরের টিন ও আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে যায়। দোকান মালিকরা জানান, এতে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

পৌর মেয়র আজাদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান পারভেজ কবীর ও উপজেলা নির্বাহী অফিসার এস,এম,মনিরুজ্জামান আল মাসউদ সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন।